১৫ মাসে ১১ দফা বাড়ল জেট ফুয়েলের দাম
আবারও বেড়েছে জেট ফুয়েলের দাম। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গতকাল লিটার প্রতি ৭ টাকা বাড়ানোয় বর্তমানে এর দাম দাঁড়ালো ৮০ টাকা প্রতি লিটার।
বুধবার বিপিসির পরিবেশক পদ্মা অয়েল কোম্পানি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এ নিয়ে গত ১৫ মাসে ১১ বার জেট ফুয়েলের দাম বাড়ালো বিপিসি। ২০২০ সালের ডিসেম্বরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৮ টাকা। অর্থাৎ গত ১৫ মাসে উড়োজাহাজের জ্বালানির দাম ৬৬ শতাংশ বেড়েছে।
অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা জানান, নতুন করে জেট ফুয়েলের দাম বাড়ায় দেশের এয়ারলাইনস শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে কষ্ট হবে। যাত্রীদের আকাশপথে ভ্রমণে খরচ বেড়ে যাবে।
বিপিসি জানায়, গত ১৫ মাসে তারা ৩ বার জেট ফুয়েলের দাম কমিয়েছে।
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে অ্যাভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) মহাসচিব ও নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, 'জেট ফুয়েল বাড়ানোর সময় বেশিরভাগ ক্ষেত্রেই বিপিসির কোনো যৌক্তিক কারণ দেখাতে পারে না।'
তিনি বলেন, 'করোনা মহামারির তৃতীয় ঢেউয়ে অ্যাভিয়েশন সেক্টর ইতিমধ্যেই ব্যাপকভাবে ভুগছে এবং জ্বালানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত এয়ারলাইনস শিল্পকে যথেষ্ট আঘাত করবে।'
তিনি আরও বলেন, 'টিকে থাকতে হলে আমাদের এখন জ্বালানির বর্ধিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য করে টিকেটের দাম বাড়াতে হবে এবং এছাড়া কোনো বিকল্প থাকবে না।'
'দিন শেষে এই অতিরিক্ত টাকার বোঝা যাত্রীদেরই বহন করতে হবে,' যোগ করে তিনি।
Comments