বেনাপোল সীমান্ত থেকে মেছোবাঘ উদ্ধার

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী গ্রাম থেকে একটি মেছোবাঘ উদ্ধার করেছে শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।

আজ সোমবার দুপুরে মেছোবাঘটি লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে সেটি উদ্ধার করেন।

শার্শা উপজেলা বন বিভাগের সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরের দিকে মেছোবাঘটি ভারত থেকে বাংলাদেশে এসে লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা খবর দিলে বনবিভাগের একটি দল সেখানে গিয়ে কৌশলে সেটিকে ধরে নিজেদের হেফাজতে নিয়ে যান। 

বাঘটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল ও বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভূইয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঘটিকে উপজেলা বনবিভাগের হেফাজতে দেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

5 Edn institutions: Academic life of 40,000 in disarray

Academic activities in five major educational institutions in Dhaka remain suspended for the past week amid multiple incidents of clashes, affecting at least 40,000 students.

3h ago