পাহাড় কাটায় ব্যবহৃত ৩ এক্সকেভেটর ও ৭ ডাম্পার ট্রাক জব্দ
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে পাহাড় কাটায় ব্যবহৃত ৩টি এক্সকেভেটর ও মাটি পাচারে ব্যবহৃত ৭টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান চলে।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলমের নেতৃত্বে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার ও সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ অংশ নেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জঙ্গল সলিমপুরকে ঘিরে নেওয়া মহাপরিকল্পনার অংশ হিসেবে পাহাড়ে আজ অভিযান পরিচালনা করা হয়েছে। যে উদ্দেশ্যে আজকের অভিযান ছিল তা শতভাগ সফল হয়েছে। পাহাড় কাটার কাজে ব্যবহৃত সব সরঞ্জাম জব্দ করা হয়েছে।'
জেলা প্রশাসকের নির্দেশ পেলে খুব শিগগির উচ্ছেদসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
Comments