রাবি ‘সি’ ইউনিটে পাসের হার ৩৮.৯ শতাংশ

রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের বিজ্ঞান অনুষদের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ফলাফল ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, 'সি' ইউনিটে ১ হাজার ৫৯৪টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৬২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৯৫ জন। ৪ শিফট মিলিয়ে গড় পাসের হার ৩৮ দশমিক ৯ শতাংশ।

এর মধ্যে 'সি' ইউনিটের গ্রুপ-১ এ পাসের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫, গ্রুপ-২ এ পাসের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫, গ্রুপ-৩ এ ৩৫ দশমিক ৮৭ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫ এবং গ্রুপ-৪ এ পাসের হার ২৯ দশমিক ৯৮ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৩ দশমিক ৪০।

গত ২৫ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago