নোয়াখালীতে হাট ইজারার টাকা ভাগ নিয়ে দ্বন্দ্ব, ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

noakhali_11jul22.jpg
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পশুর হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

গুলিবিদ্ধ রিফাতুল ইসলাম (২৩) উপজেলা ছাত্রলীগের সদস্য। তার বাড়ি সোনাইমুড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নোয়াবাড়ি এলাকায়। তার বাবা মৃত সিরাজুল ইসলাম।

রিফাত বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় সকাল ১১টা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

রোববার (১০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মদিনা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম জুয়েল বলেন, গতকাল রাত ৯টার দিকে রিফাত দোকান থেকে বাড়ি ফেরার সময় মদিনা ভবনের সামনে গতিরোধ করে রাসেল ও জয়নালসহ ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালায়। রাসেলের নির্দেশে জয়নাল নামে এক যুবক রিফাতের পায়ে গুলি চালায়।

যোগাযোগ করা হলে রাসেল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অন্বীকার করেন।

সোনাইমুড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শ্যামল উদ্দিন ডেইলি স্টারকে জানান, অভিযুক্ত রাসেল বছর খানেক আগে জামায়াত-শিবির থেকে ছাত্রলীগের রাজনীতিতে অনুপ্রবেশ করে। কিছু দিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

তিনি আরও বলেন, রাসেল ও তার সহযোগী বহিরাগত সন্ত্রাসীরা।

শহীদুল ইসলাম আরও বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। গুলির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

1h ago