শাটল ট্রেনের ‘অপহৃত’ লোকোমাস্টার-সহকারী-গার্ডকে ছেড়ে দিয়েছে

shuttle train
চবি শাটল ট্রেন। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার), তার সহকারী ও গার্ডকে অপহরণের ৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মাহমুদ হাসান চৌধুরী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি বলেন, 'অপহরণকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে তাদের ছেড়ে দিয়েছে।'

কে বা কারা এ কাজ করেছে, সেটা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন মাহমুদ হাসান চৌধুরী।

এর আগে আজ সকাল ৮টার দিকে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ৩ জন হলেন— গার্ড এমাদুল হক, চালক আবু তাহের ও চালকের সহকারী পুন্য জ্যেত্যি চাকমা।

Comments

The Daily Star  | English

S Alam threatens int'l legal action against govt over asset freezing: FT

Alam says his family's bank accounts were frozen, they were subjected to travel bans, and they lost control of their companies, all while facing investigations for alleged money laundering without formal notification.

1h ago