চবি শাটল ট্রেনের লোকোমাস্টার-সহকারী-গার্ড ‘অপহৃত’

shuttle train
চবি শাটল ট্রেন। ছবি: রাজীব রায়হান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রুটে চলাচলকারী ১৩১ নম্বর শাটল ট্রেনের দায়িত্বরত চালক (লোকোমাস্টার), তার সহকারী ও গার্ডকে অপহরণের অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমা। তিনি জানান, সকাল পৌনে ১১টা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

অপহৃত ৩ জন হলেন—গার্ড এমাদুল হক, চালক আবু তাহের ও চালকের সহকারী পুন্য জ্যেত্যি চাকমা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, আজ সকাল ৮টার দিকে চট্টগ্রাম পুরাতন (বটতলী) স্টেশন থেকে ছেড়ে যায় ১৩১ নম্বর শাটল ট্রেন। ট্রেনটি ঝাউতলা এলাকায় পৌঁছালে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে কয়েকজন যুবক এসে ট্রেনের গার্ড, চালক ও তার সহকারীকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই  রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মো. মজিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'ট্রেনের ক্রু অপহরণের বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।'

৩ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এর পরপরই ঘোষিত কমিটিতে পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগে এনে ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ-অবরোধ করছেন পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

আজ ভোররাতে কমিটি ঘোষণার পর শুরু হওয়া অবরোধ সোমবার সকাল পর্যন্ত চলছে।

এ বিষয়ে পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদ পাওয়া বিজয় গ্রুপের নেতা নজরুল ইসলাম সবুজ ডেইলি স্টারকে বলেন, 'ত্যাগী, পরিশ্রমী ও যোগ্য ছেলেরা কমিটি থেকে বাদ পড়েছে। তারা তাদের মূল্যায়নের দাবিতে অবরোধের ডাক দিয়েছে।'

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago