চবি ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ প্রত্যাহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক খুলে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পাওয়া একাংশের অনির্দিষ্টকালের অবরোধে প্রত্যাহার করে নিয়েছেন পদবঞ্চিত বিজয় গ্রুপের নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

আন্দোলনকারীরা সবাই শিক্ষা-উপমন্ত্রীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

আন্দোলনের নেতৃত্বে থাকা বিজয় গ্রুপের পদবঞ্চিত নেতা দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের একমাত্র নেতা ও অভিভাবক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি আশ্বস্ত করে বলেছেন, আমাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কথা বলবেন। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।'

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

4h ago