সোহানকে মুশফিকের অভিনন্দন

Mushfiqur Rahim & Nurul Hasan sohan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

মূলত নুরুল হাসান সোহানের কাছেই জায়গা হারিয়েছেন মুশফিকুর রহিম। আনুষ্ঠানিকভাবে 'বিশ্রাম' শব্দটি ব্যবহার করা হলেও মাহমুদউল্লাহর মতো মুশফিককেও সরিয়ে টি-টোয়েন্টিতে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে ফেলেছে বিসিবি। নতুন এই সিদ্ধান্ত নিয়ে মনের ভেতরে যাই থাকুক, প্রকাশ্যে নতুন অধিনায়ক ও দলকে শুভকামনা জানাতে ভুললেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।

শুক্রবার বিকেলে টিম ম্যানেজমেন্টের জরুরি সভা শেষে জিম্বাবুয়ে সফরের জন্য নতুন আদলের টি-টোয়েন্টি দল ঘোষণা করে বাংলাদেশ। যে দলে ছুটিতে থাকায় সাকিব আল হাসান না থাকলেও বাকি দুই সিনিয়র মুশফিক ও মাহমুদউল্লাহ মূলত বাদ পড়েছেন।

মাহমুদউল্লাহকে সরিয়ে এক সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে সোহানকে। পরের আসর থেকেই অবশ্য সাকিবেরই অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার কথা শোনা যাচ্ছে।

বিসিবির কাছ থেকে টি-টোয়েন্টি নিয়ে নতুন চিন্তা অফিসিয়ালি জেনেছেন মুশফিক। পরে সোহানকে অধিনায়ক করে দল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দেন মুশফিক,  'জিম্বাবুয়ে সিরিজে সোহান টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায় তাকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে আসছে সিরিজে তারা খুবই ভালো ফল করবে।'

টি-টোয়েন্টি সংস্করণের শুরু থেকে বাংলাদেশের হয়ে খেলে আসছেন মুশফিক। এ পর্যন্ত ১০০টি টি-টোয়েন্টি খেলে কেবল ১৯.৬৭ গড় আর ১১৫.৩৫ স্ট্রাইকরেটে এক হাজার ৪৯৫ রান তার।

বাকি দুই ফরম্যাটে দলের ভরসা হতে পারলেও টি-টোয়েন্টিতে কখনই ধারাবাহিক হতে পারেননি তিনি। দলের পরিস্থিতি বুঝে মেটাতে পারেননি চাহিদা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাই বাদ পড়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে আবার ফিরেও এসেছিলেন। তবে শেষ পর্যন্ত আরেকটি বিশ্বকাপের আগে আবার ব্যাকফুটে চলে গেলেন তিনি।

মুশফিককে সরিয়ে কিপার-ব্যাটসম্যান হিসেবে যাকে থিতু করা হচ্ছে সেই সোহানের পরিসংখ্যানও বেশ মলিন। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নুরুল হাসান সোহানের গড় ১২.৯০ আর স্ট্রাইকরেট ১১১.৯৮। জিম্বাবুয়ে সিরিজে তার সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

 

Comments

The Daily Star  | English

Dhaka slams desecration of nat’l flag in Kolkata

The government yesterday strongly condemned the desecration of Bangladesh’s national flag and the burning of Chief Adviser Prof Muhammad Yunus’s effigy in Kolkata as “deplorable acts”.

1h ago