চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ জয়ী

আব্দুল ওদুদ
আব্দুল ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদ। নৌকা প্রতীক নিয়ে তিনি ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন।

উপনির্বাচনে আব্দুল ওদুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন আপেল প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট। বিএনএফের দলীয় প্রার্থী কামরুজ্জামান খাঁন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এই ফল ঘোষণা করেছেন।

গালিভ খান জানান, এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন।

এদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন। মোট ভোটের ২৯ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে এখানে।

তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয়েছে।

 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

10h ago