বরিশাল থেকে ঢাকাসহ সব জেলায় বাস ও লঞ্চ চলাচল শুরু

শনিবার রাতে বরিশাল লঞ্চ ঘাট থেকে তোলা। ছবি. টিটু দাস

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর বরিশাল-ঢাকাসহ অন্যান্য রুটে বাস ও লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপির গণসমাবেশের পরপরই বিভাগীয় নগরীতে ৩ চাকার যান চলাচল শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে সোহাগ ও সাকুরা পরিবহনের বিভিন্ন বাস ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ প্রসঙ্গে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, 'আমাদের ধর্মঘট আজকে পর্যন্ত ছিল। ধর্মঘট শেষ হওয়ায় এখন সব সড়কে সব বাস স্বাভাবিকভাবে চলাচল করবে।' 

তবে পরিবহন ধর্মঘটের পর তাদের দাবি পূরণ হয়েছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে আজ রাত থেকে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচলও শুরু হয়েছে।

 

বরিশালে বিএনপির গণসমাবেশের আগে শুক্র ও শনিবার ৪৮ ঘণ্টার বাস ধর্মঘট ও থ্রি হুইলার বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বাস মালিক ও শ্রমিকদের হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছিল বরিশাল বাস মালিক গ্রুপ, বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন। এর আগে ময়মনসিংহ ও খুলনায় বিএনপির জনসমাবেশের আগেও পরিবহন ধর্মঘট করা হয়। বিএনপি নেতারা বলছেন, জনসমাবেশ বাধাগ্রস্ত করতে ধর্মঘট করাচ্ছে সরকার। তবে সরকার অভিযোগ অস্বীকার করে বলছে, সমাবেশে বাধা নয় বরং সহযোগিতা করা হচ্ছে।

 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago