‘কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায়’ রৌপ্য জিতলেন বাংলাদেশি কিশোর ইবনুল আদিব

ইবনুল আদিব। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২০২৪ সালের 'কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায়' রৌপ্য জিতেছেন বাংলাদেশি কিশোর ইবনুল আদিব।

'সামুদ্রিক প্রাণীর কষ্ট' শিরোনামের প্রবন্ধ নিয়ে আদিব প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে (১৪ বছরের নিচে) প্রতিদ্বন্দ্বিতা করে।

গত ২৪ সেপ্টেম্বর পুরস্কারের সনদসহ প্রতিযোগিতার আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছার ইমেইল পেয়েছেন।

প্রবন্ধে পরিবেশগত বিষয়ে চমৎকার বর্ণনার জন্য আদিব এ স্বীকৃতি পেয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকার (মিরপুর ক্যাম্পাস) ইংরেজি-মাধ্যম স্কুল একাডেমিয়ার চতুর্থ গ্রেডের শিক্ষার্থী ইবনুল আদিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ পুরস্কার পেয়ে আমি আনন্দিত। আমি এটাকে একটা শুরু হিসেবে দেখছি। ভবিষ্যতে কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সেরা হতে চাই।'

আদিবের বাবা এসকে আসাদুজ্জামান একজন সরকারি কর্মচারী এবং মা শাহনাজ ইসলাম সুমনা গৃহিণী।

১৮৮৩ সালে শুরু হওয়া 'কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা' বিশ্বের প্রাচীনতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কুল শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা। প্রতি বছর বিশ্বের হাজারো কিশোর-তরুণ লেখক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারীরা দুটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। চারজন ফাইনালিস্টকে লন্ডনের রয়্যাল প্যালেসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তাদের স্বীকৃতিস্বরূপ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Interim govt not taking action following white paper: Economists

The makers of the white paper criticised the government for increasing value-added tax

26m ago