ছাত্র সংসদ নির্বাচন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের সঙ্গে ছাত্রদলের মতবিরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময়ে নির্বাচনের সময় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির চায় দ্রুততম সময়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। তাদের বিশ্বাস, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তারা বেশি ভোট পাবে।

ছাত্রদলের অভ্যন্তরীণরা জানান, ছাত্রদল জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন চায় না। কেননা, তাদের অনেক নেতা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সক্রিয় না থাকায় তারা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত নয়।

বেশিরভাগ বামপন্থী ছাত্র সংগঠনও চায় আরেকটু দেরিতে নির্বাচন হোক। নির্বাচনের আগে তারা ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও জাকসুর (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কাঠামোগত সংস্কার দাবি করেছে।

কর্তৃপক্ষ গত ২৪ নভেম্বর ডাকসু নির্বাচনের জন্য বিশেষ কমিটি গঠনের পর থেকেই ছাত্র সংগঠনগুলোর মধ্যে মতবিরোধ শুরু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবু বকর মজুমদার বলেন, 'এখন ক্যাম্পাসে নানা সংগঠন সহাবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের অধিকারকে গুরুত্ব দেওয়ার এটাই সঠিক সময়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রধান ফোরাম ডাকসু এবং অনতিবিলম্বে এর নির্বাচন হওয়া উচিত।'

ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফারহাদ বলেন, 'এখন সবার জন্যই সুযোগ সমান। কাজেই এটাই নির্বাচনের জন্য উপযুক্ত সময়। আমরা চাই ফেব্রুয়ারির মধ্যে ডাকসুর নির্বাচন হোক এবং তার আগে এর গঠনতন্ত্র সংস্কার করা হোক। আমরা বিশ্বাস করি, অল্প সময়ে এটা করা সম্ভব।'

বিপরীতে ছাত্রদল নেতারা চায় জাতীয় নির্বাচনের পর ডাকসু নির্বাচন হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, 'জাতীয় নির্বাচনের পরে ডাকসু নির্বাচন হলে আমরা বেশি ভোট পাব বলে আশা করছি।'

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, 'ক্যাম্পাসের পরিবেশ এখনো নির্বাচনের উপযোগী হয়নি।'

তিনি ক্যাম্পাসের অতিরিক্ত সতর্কতা ও 'মোরাল পুলিশিংয়ের' কথা উল্লেখ করেন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে নির্বাচন প্রস্তুতির কাজ শুরু করুন। এতে করে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হবে।'

তিনি আরও বলেন, 'ডাকসু গঠনতন্ত্র সংশোধন করা প্রয়োজন। কারণ, বর্তমান কাঠামোতে উপাচার্যের হাতে অতিরিক্ত ক্ষমতা রয়েছে।'

শিগগির জাকসু নির্বাচনের সময়সূচি ঘোষণার পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তবে, বেশিরভাগ ছাত্র সংগঠন জাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে।

জাবি কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে এবং নির্বাচনী রোডম্যাপ ইতোমধ্যে চূড়ান্ত করেছে।

জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ এম ফয়সাল হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে। আমরা শিগগির তাদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করব এবং আমাদের দাবি উপস্থাপন করব।'

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোটসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোও জাকসু নির্বাচনের আগে সংস্কারের আহ্বানের সঙ্গে একমত।

এই নির্বাচনে শিবিরের অংশগ্রহণের বিরোধিতা করেছে এই সংগঠনগুলো ও ছাত্রদল। গত ১৯ নভেম্বর জাকসু নিয়ে এক আলোচনায় শিবিরের অংশগ্রহণের বিরোধিতা করার কারণে জাবি প্রশাসন সেই বৈঠক স্থগিত করতে বাধ্য হয়।

Comments