অস্ত্রসহ ছাত্রদলের ৬ নেতা গ্রেপ্তার, ক্ষমতাসীন দলের নেতাকর্মীর হাতে অস্ত্র, প্রশ্নের জবাব দিল না ডিবি

হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র সংগ্রহ করছিলেন: ডিবি
আজ রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত

গ্রেপ্তার ছাত্রদলের ৬ নেতা আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অস্ত্র সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী এ তথ্য জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত শুক্রবার এই ৬ ছাত্রদল নেতাদের তুলে নেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে নুরুন্নবী বলেন, 'গতকাল (শনিবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাত্রদলের ৬ নেতাকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। তাদের কাছ থেকে ৩টি অস্ত্র জব্দ করা হয়। দু'টি অস্ত্র পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেছিলেন তারা।

পুলিশের এই কর্মকর্তার দাবি, তাদের হোয়াটসঅ্যাপেও অস্ত্র সংগ্রহের তথ্য পাওয়া গেছে।

নুরুন্নবী জানান, গতকাল রাতে আরেকটি অভিযানে বিএনপি নেতা সালাউদ্দিনের ছেলে রবিনসহ আরও ১২ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি।

নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীর হাতেও অস্ত্র দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে ডিবির অভিযান নিয়ে প্রশ্ন করা হলে জবাব না দিয়ে চলে যান পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English