বগুড়া

কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ

ছাত্রলীগ, বগুড়া, ধান,
বগুড়ায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে, গত ২৪ এপ্রিল বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলার পাঁচকাতুলী গ্রামের নুরুলের বিলে ২ কৃষকের ১৫-১৬ শতক ধান কেটে দেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল-মহিদুল ইসলাম জয়সহ ১৫-২০ জন নেতাকর্মী।

পাঁচকাতুলী গ্রামের কৃষক মাসুদ করিম কচি বলেন, 'আমার মাত্র ৫ শতক জমির ধান পেকেছে। কিন্তু, এত অল্প ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।'

তবে, কেন্দ্রীয় ছাত্রলীগ ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেও নেতাকর্মীরা ধান কেটে আটি বেঁধে আইলে তুলে দিয়েছেন বলে জানান বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা।

বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মহিদুল ইসলাম জয় দ্য ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সারাদেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না তাদের ধান কেটে দেওয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে আজ আমরা গাবতলীর ২ কৃষকের কিছু ধান কেটে দিয়েছি।'

তিনি আরও বলেন, 'যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।'

Comments

The Daily Star  | English

Trump says US to impose 25% tariff on India from Aug 1

US President Donald Trump said on Wednesday that United States will impose a 25% tariff on goods imported from India starting on August 1

7m ago