বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন সভাপতি পুলু মারমা ও সা. সম্পাদক সাদ্দাম
বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হয়েছেন পুলু মারমা ও সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসেন মানিক।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের অরুণ সারকি টাউন হলে জেলা ছাত্রলীগের সম্মেলনে কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে তারা নির্বাচিত হন।
জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি কাউসার সোহাগ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
দীর্ঘ প্রায় ৭ বছর পর বান্দরবান জেলা ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হলো বলে দলের আভ্যন্তরীণ সূত্র জানিয়েছে।
বান্দরবানে ঐতিহাসিক রাজার মাঠে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্মবিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর প্রমুখ।
Comments