‘ছাত্র রাজনীতি মুক্ত’ বুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের ফুল

বুয়েটে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷ ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ৷

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার দুপুরে বুয়েট ক্যাম্পাসে যান ছাত্রলীগের শতাধিক নেতৃবৃন্দ৷

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে বিভিন্ন স্লোগানও দেন কেন্দ্রীয় নেতারা৷ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পর বুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর ম্যুরালে।

জানতে চাইলে ছাত্রলীগ নেতারা দ্য ডেইলি স্টারকে বলেন, জাতীয় শোক দিবস নিয়ে বুয়েটে একটি আলোচনা সভার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কিছু নেতৃবৃন্দ৷ কিন্তু শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আন্দোলন করেছে৷ এর প্রতিবাদে আমরা বুয়েট ক্যাম্পাসে এসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছি৷

বুয়েট ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ থাকলেও ছাত্রলীগের কর্মসূচি নিয়ে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষার্থীরা৷

তারা বলছেন, আজ জাতীয় শোক দিবস। দিনটি ভাবগাম্ভীর্য পরিবেশে পালন করতে চান তারা৷ এমন কোনো মন্তব্য তারা এই মুহূর্তে করতে চান না, যাতে বঙ্গবন্ধুর প্রতি অসম্মান হয়।

গত শনিবার বুয়েটে ১৫ আগস্ট উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে বুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ৷ ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হওয়ার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে কর্তৃপক্ষ৷

সব ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে বুয়েটে৷ এর মধ্যে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানান৷ বঙ্গবন্ধুকে নিয়ে কর্মসূচি পালনে তাদের বিরোধিতা না থাকলেও রাজনৈতিক ব্যানার নিয়ে তাদের আপত্তি ছিল।

বুয়েট শিক্ষার্থীরাও আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন৷ বিকালে স্মরণ সভা এবং মিলাদ ও দোয়ার আয়োজন রয়েছে তাদের৷

বুয়েট শিক্ষার্থী এসএম শিহাব দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ জাতীয় শোক দিবস৷ জাতির পিতাকে স্মরণে আমাদের নানা আয়োজন রয়েছে৷ আয়োজন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে আমাদের৷ বঙ্গবন্ধুকে অসম্মান করা হবে এমন কোনো মন্তব্য করতে চাই না৷ দিবসটি ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করতে চাই৷'

Comments

The Daily Star  | English
crimes against journalists

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

17h ago