আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য এখন থেকে অভিবাসনের জন্য প্রিন্টেড ডকুমেন্টের পরিবর্তে ই-ভিসা চালু করছে।
এর ফলে, ২০২৫ সালের ১৫ জুলাই থেকে যেসব বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, তাদের পাসপোর্টে আর ভিসা স্টিকার নাও থাকতে পারে।
বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট (বিআরপি) আগেই ই-ভিসা দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল। এখন বায়োমেট্রিক রেসিডেন্স কার্ড (বিআরসি) এবং পাসপোর্টে হাতে লেখা সিল বা স্টিকারও (ভিনেট) ই-ভিসা হয়ে যাচ্ছে।
তবে, যারা শিক্ষার্থীদের ডিপেন্ডেন্ট হিসেবে আবেদন করবেন অথবা স্পন্সরবিহীন পড়াশোনা বা চাকরির আবেদন ছাড়া অন্য ভিসার জন্য প্রধান আবেদনকারী হবেন, তারা ভিসা স্টিকার পেতে পারেন।
Comments