‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের দ্য ডেইলি স্টারের সম্মাননা

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারীদের সম্মাননা দিচ্ছে দ্য ডেইলি স্টার। ছবি: স্টার

'ও' এবং 'এ' লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারীদের সম্মাননা দিচ্ছে দ্য ডেইলি স্টার। 'স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অফ টুমোরো' শিরোনামে আজ শনিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা দেওয়া হচ্ছে।

'ও' লেভেল এবং 'এ' লেভেলে অসামান্য ফলাফলের জন্য এডেক্সেল এবং কেমব্রিজের শিক্ষার্থীদের এই সম্মাননা জানানো হচ্ছে।

শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে মোট ২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থীকে সম্মাননা দিচ্ছে দ্য ডেইলি স্টার। তাদের মধ্যে 'ও' লেভেলে ১৭৬৫ জন এবং 'এ' লেভেলে ৬৫৬ জন শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীদের বাবা-মা, পরিবারের সদস্যরা, শিক্ষক, বন্ধুবান্ধব এবং বিশেষ অতিথিরাও অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারীদের সম্মাননা দিচ্ছে দ্য ডেইলি স্টার। ছবি: স্টার

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সকালে অনুষ্ঠান শুরু হয়।

সকাল ৯টা ২০ মিনিটে অনুষ্ঠান শুরুর পরপরই ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম সবাইকে স্বাগত জানান। ততক্ষণে স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না।

ছবি: স্টার

'২৩তম দ্য ডেইলি স্টার এইচএসবিসি ও অ্যান্ড এ লেভেল অ্যাওয়ার্ডস' শীর্ষক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এইচএসবিসি ব্যাংক। অন্যদিকে পিয়ারসন এডেক্সেল এবং কেমব্রিজ একাডেমিক পার্টনার্স।

ডেইলি স্টার ১৯৯৯ সাল থেকে অনন্য এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে। যা বছরের পর বছর ধরে অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Comments

The Daily Star  | English
Dhaka Airport lounges for migrant workers

A dignified welcome

Dhaka airport finally opens lounges dedicated to migrant workers and their families

18h ago