তুরস্কে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
তুরস্কে অধ্যয়নরত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি কোর্সে উত্তীর্ণ বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় শনিবার রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের 'বিজয় একাত্তর' মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে উত্তীর্ণদের মধ্যে ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্যূদ মান্নান কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
শিক্ষার্থী ছাড়াও তুরস্কের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা জানান, দূতাবাসের আয়োজনে এভাবে সংবর্ধনা পেয়ে তারা অনেক আনন্দিত।
এ ধরনের সম্মাননা মেধা বিকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ দেবে বলেও শিক্ষার্থীরা মনে করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মস্যূদ মান্নান অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধের বাংলাদেশ গড়তে অবদান রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি এ প্রজন্মের শিক্ষার্থীদের ভাগ্যবান উল্লেখ করে বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ আছে যা জাতির প্রত্যাশা পূরণে সহায়ক হবে।'
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মানে কেক কাটা হয়।
পরে র্যাফেল ড্রয়ে ৭ জন বিজয়ীর মধ্যে ল্যাপটপ, মোবাইল ইত্যাদি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
লেখক: শিক্ষার্থী, ইস্তাম্বুল কমার্স কলেজ
Comments