নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে: শিক্ষামন্ত্রী

শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তনে চ্যান্সেলরের মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, 'বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চায়। স্মার্ট নাগরিক গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। স্মার্ট নাগরিক তৈরিতে সহায়ক শিক্ষাক্রম নিয়ে সরকার কাজ করছে। একটি মহল এই শিক্ষাক্রমকে বাধাগ্রস্ত করতে চায়।'

'আগামীতে প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে' উল্লেখ করে মন্ত্রী বলেন, 'যেসব বিশ্ববিদ্যালয় আছে, তারা সিটের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করছে না। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগামীতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিতে একটি পরীক্ষা নেওয়া হবে।'

তিনি বলেন, 'আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে। আমাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় যেতে হবে।'

নতুন পাঠ্যক্রম নিয়ে সমালোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে। যা নেই তা উপস্থাপন করা হচ্ছে। এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। নতুন বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করা হচ্ছে।' 

সমাবর্তন অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর হাসিনা খান বলেন, 'বাংলাদেশকে এগিয়ে নিতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা এগিয়ে নেওয়ার সব উপকরণ দেশে রয়েছে। গবেষণার সময় অতিবাহিত হয় রোমাঞ্চকর অনুভূতির মধ্য দিয়ে। গবেষণায় নতুন নতুন বিষয় জানার সুযোগ আছে।' 

সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে অংশগ্রহণ করেন ১ হাজার ৮৩৪ জন গ্রাজুয়েট। এবারের সমাবর্তনে যবিপ্রবির ২২ জন গ্রাজুয়েট চ্যান্সেলর স্বর্ণপদক, ২৬ জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ৯ জন ডিন অ্যাওয়ার্ড পান।

 

Comments

The Daily Star  | English

3 arrested over killing of DU JCD leader near Suhrawardy Udyan

Masud Alam, deputy commissioner of Ramna Division Police, said the arrestees are outsiders

55m ago