ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে নতুন বই দেবো: শিক্ষামন্ত্রী

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, 'ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি করে নতুন বই তৈরি করে দেবো। এই দুই শ্রেণিতে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে।'

আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বইয়ের সমালোচনা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, 'এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায়, সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি।'

তিনি আরও বলেন, 'ধর্ম একটা পবিত্র জিনিস। এটা নিয়ে যারা মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ে কী আছে নিজেরা পড়ে দেখবেন।'

'পাঠ্যবইয়ে কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে, এটা না থাকলে ভালো হতো। আমরা বলছি ঠিক আছে, নতুন বই আমরা আবার তৈরি করে দেবো,' যোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

মন্ত্রী এসময় নীলকমল ইউনিয়নের দরিদ্র মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজখবর নেন।

আগামীকাল শনিবার সকালে তিনি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাহিত্য মেলার উদ্বোধন করবেন।

 

Comments

The Daily Star  | English

Sinner dethrones Alcaraz to capture maiden Wimbledon crown

Jannik Sinner downed Carlos Alcaraz 4-6, 6-4, 6-4, 6-4 on Sunday to win his first Wimbledon title, gaining sweet revenge for his painful defeat in the French Open final.

2h ago