ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মার্কিন দূতাবাস
ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা রয়েছে।

আজ মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কনস্যুলার পরিষেবা বন্ধ আছে। 

শিগগির কারও ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকলেও, কনস্যুলার বিভাগ পুনরায় খোলার নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। 

Comments