বরিশালের ৫ জেলায় পাসে এগিয়ে মেয়েরা, ১টিতে ছেলেরা

আজ সোমবার প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে ৫টিতে পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। শুধু ভোলায় ছেলেরা এগিয়ে আছে।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পটুয়াখালীতে উত্তীর্ণ ১৪ হাজার ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৩৬৯ জন মেয়ে। এ জেলায় পাসের হার ৮৪ দশমিক ২৩ শতাংশ।

বরগুনায় উত্তীর্ণ ৮ হাজার ৯৩১ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৬৮৬ জন মেয়ে। এ জেলায় পাসের হার ৯০ দশমিক ৭৩ শতাংশ।

বরিশালে শতকরা ৯০ দশমিক ৫৪ ভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ২৯ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৪৯৫ জন মেয়ে।  

এ ছাড়া, পিরোজপুরে উত্তীর্ণ ১০ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৫২ জন মেয়ে এবং এ জেলায় শতকরা পাসের হার ৯১ দশমিক ৮৩ ভাগ।

ঝালকাঠিতে উত্তীর্ণ ৭ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৩৯ জন মেয়ে এবং পাসের হার শতকরা ৮৬ দশমিক ৯৩ ভাগ।

তবে ভোলা জেলায় পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের দিক থেকে এগিয়ে ছেলেরা। এ জেলায় উত্তীর্ণ ১৪ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৬১০ জন ছেলে।

বরিশাল বিভাগে এসএসসি পরীক্ষায় ১ হাজার ৪৬৪টি স্কুল থেকে ৯৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এবার। তাদের মধ্যে ৮৫ হাজার ১৪ জন উত্তীর্ণ হয়েছে।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

4h ago