বরিশাল বিএনপির ২ নেতার বাসায় হামলা-ভাঙচুর
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত দ্য ডেইলি স্টারকে জানান, আজ বুধবার রাত ৮টার দিকে হামলা-ভাঙচুরের এ ঘটনা ঘটেছে।
সৈয়দ আকবর জানান, ৩০-৪০টি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা রামদা, চাপাতি ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা করে। হামলাকারীরা তার বাসায় জানালার গ্লাস ভাঙচুর করে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কাজল দাস বলেন, 'নাজিরের পোল থেকে ১০-১২টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে জহিরুল ইসলাম লিটুর বাসা খান ভিলায় হামলা করে। তারা বাসার গেট এবং ভেতরে ঢুকে দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।'
জহিরুল ইসলাম লিটু জানান, হামলার সময় বাসায় ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান। এ ঘটনায় তারা আতংকিত হয়ে পড়েন। তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির বলেন, 'কাপুরুষের মতো হামলা করা হয়েছে। কারা করেছে তা নিশ্চিত না। দলের কেউ হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় হাইকমান্ডকে জানানো হবে।'
ওসি নাজমুল নিশাত বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
Comments