ছুটি ছাড়াই বিদেশে অবস্থান, চবির ২ শিক্ষক চাকরিচ্যুত

চবি
ফাইল ছবি

অনুমোদিত ছুটি ছাড়া বিদেশে অবস্থান করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

তারা হলেন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু দেব বর্মণ ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক রিফাত দারিনা কামাল। 
শান্তনু দেব বর্মণ বিদেশি বৃত্তিতে কানাডায় পিএইচডি ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালের ৪ নভেম্বর ছুটি নেন। ছুটির মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ৩ জানুয়ারি। 

অন্যদিকে, রিফাত দারিনা কামাল ২০১৯ সালের ১৫ জুলাই বিশ্ববিদ্যালয় থেকে ছুটিনিয়ে পিএইচডি ডিগ্রির জন্য কানাডায় যান। ছুটির মেয়াদ শেষ হয় ২০২২ সালের ১৪ জুলাই। 

ছুটি শেষ হলেও তারা বিশ্ববিদ্যালয়ের যোগদান করেননি বলে সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, ছুটি শেষ হওয়ার পর দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে তিনবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা চিঠির জবাব দেননি। পরে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। তারপরও তারা কোনো জবাব দেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই শিক্ষককের ছুটির মেয়াদ শেষ হলে তাদের চিঠি পাঠানো হয়। কিন্তু কোন সাড়া মেলেনি। বিভাগের ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই আজ সিন্ডিকেট সভায় তাদের দুজনের চাকরিচ্যুত করা হয় সবার সম্মতিক্রমে।'

জানত চাইলে চবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, 'শিক্ষকরা উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যান। কিন্তু তাদের উচিত ডিগ্রি নেওয়া শেষে বিশ্ববিদ্যালয়ে যোগদান করে পড়াশোনার মান উন্নয়নে কাজ করা। কিন্তু তারা বিদেশে নিজেদের অবস্থান তৈরি করে আর ফেরত আসেন না।'

'পর্যাপ্ত তথ্যের আলোকে আমরা দুই শিক্ষকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

15m ago