জগন্নাথে ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি, থাকছে না দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ৩১ জানুয়ারি শুরু হবে।
শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://admission.jnu.ac.bd) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার সময় প্রাথমিক আবেদন ফি বাবদ শিক্ষার্থীকে ১০০ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রাথমিক বাছাইকৃত প্রথম ৪০ হাজার জনকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। বাছাই পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা ৭০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
শুরুতেই চারুকলা অনুষদের অধীনে 'ই' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি 'ডি' ইউনিট, ১৫ ফেব্রুয়ারি 'বি' ইউনিট, ২২ ফেব্রুয়ারি 'এ' ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হবে।
তবে এবার থেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকছে না।
Comments