পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে বাধা দূর হলো
পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্পর্কে বাধা দূর হলো। ২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সম্পর্কও বন্ধ হয়ে যায়।
আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য থাকাকালে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছিল।
সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়েমা হক বিদিশা বলেন, 'পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত ২০১৫ সালে নেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি একাডেমিক প্রতিষ্ঠান, অনেক শিক্ষক ও ছাত্র বৃত্তি চান বা পাকিস্তানে সম্মেলন কিংবা সিম্পোজিয়ামে যোগ দিতে চান। অনুষদ এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে আমরা সিন্ডিকেটে ঐকমত্যের ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সম্পর্ক পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছি।'
ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাকিস্তানের একাডেমিক সম্পর্কে আর কোনো বাধা নেই।
Comments