লাঠি হাতে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন শহীদ মিনারে
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে লাঠি, হকিস্টিক, বাঁশ নিয়ে কোটা আন্দোলনকারীরা শহীদ মিনারের দিকে যান।
এসময় আন্দোলনকারীরা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন। 'হৈ হৈ রই রই ছাত্রলীগ গেলি কই' স্লোগান দিয়ে বিভিন্ন দিক থেকে প্রায় হাজারখানেক আন্দোলনকারী শহীদ মিনারে জড়ো হন।
বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ঢাবির বিভিন্ন হল ও অন্যান্য জায়গা থেকে তখনও শহীদ মিনারে যাচ্ছেন।
একপর্যায়ে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস যাওয়ার সময় শিক্ষার্থীরা সেটির গ্লাস ভাঙচুর করলে, বাসটি দ্রুতগতিতে সেখান থেকে চলে যায়।
এদিকে রাজু ভাস্কর্যের সামনে দুপুর থেকে হেলমেট পরে লাঠি হাতে জড়ো হয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে ছাত্রলীগের হামলায় অন্তত ১৫০ আন্দোলনকারী আহত হন।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে রাতে কয়েক দফায় শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ।
Comments