কোটা আন্দোলনকারীদের খুঁজতে রাত সাড়ে ১২টায় রাবি হলে ছাত্রলীগের তল্লাশি

কোটা আন্দোলনকারীদের খুঁজতে রাত সাড়ে ১২টায় রাবি হলে ছাত্রলীগের তল্লাশি
হলের রুমগুলো থেকে শিক্ষার্থীদের ডেকে বের করে প্রতিটি রুমে তল্লাশি চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। ছবি: নূরআহসান মৃদুল/স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা আন্দোলনকারীদের খুঁজে বের করতে রড, স্ট্যাম্প, লাঠি নিয়ে হলে তল্লাশি চালিয়েছে ছাত্রলীগ।

রাবি শিক্ষার্থীরা মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে বিভিন্ন হলের রুম থেকে বের হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেওয়া শুরু করে।

মাদার বখশ হলের শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করার কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব হলের ভেতরে ঢোকেন।

এরপর তিনি ও তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতাকর্মীরা রড, স্ট্যাম্প, লাঠি নিয়ে হলের তৃতীয়তলার বিভিন্ন রুমে তল্লাশি চালান।

এ সময় তিনিসহ ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে গণমাধ্যমকর্মীদের দেখে তারা হলের আবাসিক শিক্ষার্থীদের স্লোগান দিতে এবং হাড়ি-পাতিল নিয়ে শব্দ করতে নিষেধ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে হল প্রভোস্ট মো. রোকোনুজ্জামান ও প্রক্টর আসাবুল হক ঘটনাস্থলে আসেন।

বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কোনো রুমে তল্লাশি চালাতে বা কোনো শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন কি না—জানতে চাইলে প্রভোস্ট রোকনুজ্জামান বলেন, 'অবশ্যই এটা নিয়ম বহির্ভূত। এমন কাজের প্রমাণ পেলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।'

সাংবাদিকদের কাছে এ ঘটনার ভিডিও ফুটেজ আছে জানালে তিনি বলেন, 'এখন অনেক ধরনের ভিডিও-ছবি পাওয়া যায়। সবকিছু আমলে নেওয়া যাবে না।'

Comments

The Daily Star  | English

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

31m ago