ঢাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিজয় একাত্তর হলের সামনে মাইকিং করতে শুরুর করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা আন্দোলনকারীদের ধাওয়া দেন।
কোটা আন্দোলনকারীদের ওপর হামলা
আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হচ্ছে। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল এবং ভিসি চত্ত্বরে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের।

আজ সোমবার দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

ছাত্রলীগের হামলায় এ পর্যন্ত কোটা আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কোটা আন্দোলনকারীরা মাইকিং করতে গেলে লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেন বিজয় একাত্তর হল ছাত্রলীগ নেতাকর্মীদের। ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন।

এই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে মাইকিং করতে শুরুর করলে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরাও ছাত্রলীগ নেতাকর্মীদের পাল্টা ধাওয়া দেন।

এ সময় কোটা আন্দোলনকারীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: প্রবীর দাশ/স্টার

পরবর্তীতে ভিসি চত্ত্বরেও সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে।

মাইকিং করে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকায় আসতে বলছেন আন্দোলনের নেতারা।

মাইকে তারা বলছেন, 'আমাদের ওপর যদি আক্রমণ হয়, তাহলে আমরা পাল্টা আক্রমণ করব। আমরা পিছু হটব না।'

দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে ছাত্রলীগ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ভিসি চত্বর এলাকা থেকে সরিয়ে দিয়েছে।

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

57m ago