স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

তারা স্লোগান দিচ্ছেন, ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি: আনিসুর রহমান/স্টার

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটাবিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা সমবেত হয়েছেন টিএসসির রাজু ভাস্কর্যের সামনে।

সেখানে তারা স্লোগান দিচ্ছেন, 'তুমি নও আমি নই, রাজাকার রাজাকার', 'কোটা না মেধা, মেধা মেধা', 'মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না'।

বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: আনিসুর রহমান/স্টার

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিক থেকেই রাজু ভাস্কর্যের সামনে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

ছবি: আনিসুর রহমান/স্টার

বুয়েট শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে যোগ দিয়েছেন এই সমাবেশে।

ছবি: আনিসুর রহমান/স্টার

ইডেন কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের তালা ভেঙে বের হয়ে যোগ দিয়েছেন টিএসসির বিক্ষোভে।

শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান গাওয়াসহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে তাদের এই সমাবেশকে চাঙ্গা করে রাখার চেষ্টা করছেন।

ছবি: আনিসুর রহমান/স্টার

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'অপমানজনক মন্তব্য'র প্রতিবাদ জানাতে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। গত দুই সপ্তাহ ধরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভরত শিক্ষার্থীরা গতকাল রাত ১১টার দিকে নিজ নিজ ক্যাম্পাসে মিছিল করেন।

ছবি: আনিসুর রহমান/স্টার

গতকাল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর এ বিক্ষোভ দেখান তারা।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? আমার প্রশ্ন দেশবাসীর কাছে।'

ছবি: আনিসুর রহমান/স্টার

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police arrested former environment minister Saber Hossain Chowdhury from the capital’s Gulshan area today

49m ago