জাবি ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৫ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড ২০১৯ এর জন্য মনোনীত করা হয়েছে।

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে এক সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, 'শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ডিনস অ্যাওয়ার্ড চালু করেছি। স্নাতকে সর্বোচ্চ ফলাফল বিবেচনায় আমরা বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের ৫ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছি। ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্তিতে সর্বনিম্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে সিজিপিএ–৩.৭৫। এর ওপরে যাদের সিজিপিএ আছে, তাদের মধ্যে সর্বোচ্চ ফলধারীদের মনোনীত করেছি।'

ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন—কলা ও মানবিকী অনুষদভুক্ত চারুকলা বিভাগের রুবাইয়াত ইবনে নবী, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি বিভাগের ফারাহ নাসরিন, জীববিজ্ঞান অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুজ ভৌমিক পিয়াস, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) মো. আতা-ই-রাব্বি এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদভুক্ত পরিসংখ্যান বিভাগের মোছা. নিলুফার ইয়াসমিন।

Comments

The Daily Star  | English

'Joy Bangla' no longer national slogan

SC stays the March, 2020 HC verdict declaring it national slogan

43m ago