ঢাবি ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ১০৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৯ শিক্ষার্থীকে বিভিন্ন অভিযোগে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড৷
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এবং অসদাচারণ ও বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।'
তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি লঙ্ঘনের দায়ে ঢাবির ১ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম জিম নাজমুল। তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। কিছুদিন আগে মধ্যরাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
এছাড়া ২ জনকে ২ বছর এবং ১ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের প্রত্যেককেই আগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
এ প্রসঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে শাস্তির সুপারিশ করেছি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে।'
Comments