বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মোরশেদ

বুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মোরশেদ
অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ নির্বাচনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতি ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ভোটে মো. মিজানুর রহমান সভাপতি পদে ২৩৬ ভোট ও এ কে এম মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক পদে ২৩২ ভোট পেয়েছেন।

গতকাল মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাতেই ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩টি পদে মোট ৪৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৭৩ জন। 

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, তার প্রাপ্ত ভোট-২১০; কোষাধ্যক্ষ পদে পুরকৌশল বিভাগের ড. রূপক মুৎসুদ্দী, তার প্রাপ্ত ভোট-২০২; যুগ্ম-সম্পাদক পদে কেমিকৌশল বিভাগের ড. ইফতেখার আহমদ খান, তার প্রাপ্ত ভোট-২১৬; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এবং আপ্যায়ন সম্পাদক পদে সিএসই বিভাগের মো. রায়হান রাশেদ, তার প্রাপ্ত ভোট-১৭৫।

এ ছাড়া ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ (প্রাপ্ত ভোট-২৬৯), সিএসই বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার (প্রাপ্ত ভোট-২৬৩), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার (প্রাপ্ত ভোট-২২৬), গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভিন (প্রাপ্ত ভোট-২৩১), আইপিই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার (প্রাপ্ত ভোট-২১৫) ও স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার (প্রাপ্ত ভোট-২০৪)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান দায়িত্ব পালন করেছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago