৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েটের এক শিক্ষার্থী নিহত, আহত ২

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছেন।

নিহত মোহতাসিম মাসুদ এবং আহত অমিত সাহা ও মেহেদী হাসান বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।'

নিহত মাসুদের সহপাঠী ফাইয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী বুয়েটের আহসানউল্লাহ হলে থাকে। গতরাতে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে একটি প্রাইভেটকারের ধাক্কায় তারা আহত হয়। পরে পথচারীরা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।'

পুলিশ কর্মকর্তা মেহেদী জানান, দ্রুতগতির প্রাইভেটকারটি ৩০০ ফিট সড়কের পুলিশ চেকপোস্টে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ কুর্মিটোলা হাসপাতালে রাখা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ ও চালক আটক আছে।

পুলিশ জানায়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। 
 

Comments

The Daily Star  | English

Polls could be held by year end ‘at the earliest’: Yunus

Chief Adviser Muhammad Yunus has stated that the next general election in Bangladesh could be held at the end of this year at the earliest

2h ago