জাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই হলের মধ্যে সংঘর্ষ, আহত ৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই হলের অন্তত ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। রাত ৯টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত সংঘর্ষ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় আ ফ ম কামাল উদ্দীন হল এবং মওলানা ভাসানী হলের মধ্যকার খেলায় অফসাইড দেওয়াকে কেন্দ্র করে দুই হলের খেলোয়াড়রা বিবাদে জড়ান।
পরে দুই হলের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা দুই হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। আমার জানা মতে সংঘর্ষে ২ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।'
'আমরা সেখানে গিয়েছি, আলোচনা করেছি। সমস্যা সমাধানের চেষ্টা করছি,' যোগ করেন তিনি।
রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম সরেজমিনে সংঘর্ষস্থল পরিদর্শনে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
সেখানে উপস্থিত সাংবাদিকদের উপাচার্য বলেন, 'আমরা দুই হলের শিক্ষার্থীদের নিয়ে শিগগির বসব। আপাতত সবাইকে শান্ত থাকার জন্য বলেছি।'
Comments