সাইডার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আন্তস্কুল জুনিয়র ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের কেম্ব্রিজ প্রাথমিক শাখা সম্প্রতি জুনিয়র ফুটবল (ফুটসাল)- ২০২২ টুর্নামেন্টের আয়োজন করে।

গত ১৩-১৫ অক্টোবর স্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, ফ্রবেল ইন্টারন্যাশনাল স্কুল, দিল্লি পাবলিক স্কুল ঢাকা, ইন্টারন্যাশনাল হোপ স্কুল এবং স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন দল অংশগ্রহণ করে।

তীব্র প্রতিযোগিতামূলক ফাইনালে টাইব্রেকারে দিল্লি পাবলিক স্কুল বি টিম সাইডার লাইটনিং স্কোয়াডকে হারিয়ে শিরোপা অর্জন করে। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সাইডার লাইটনিং স্কোয়াডের অন্তলীন বিদ্যুৎ এবং সেরা গোলরক্ষক দিল্লি পাবলিক স্কুল ঢাকা বি দলের রায়ান ইবনে হামিদ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদ কাজল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক আমানুল আলম।

পুরো টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ জ্ঞানেশচন্দ্র ত্রিপাঠি, উপাধ্যক্ষ মিস নীতি ত্রিপাঠী এবং সমন্বয়ক এলেক্সিয়াস সেরাও।

খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago