চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারে ছাত্রলীগের ২ গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম সরকারি কলেজে ছাত্রলীগের ২ গ্রুপে মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ ক্যাম্পাস অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটির পর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে এক গ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ঘটনায় কলেজের পার্শ্ববর্তী কাজেম আলী হাই স্কুলের সামনে অপেক্ষমান এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Comments

The Daily Star  | English

EC to register Bangladeshi voters in 5 more countries

Expatriates in the US, Maldives, Jordan, South Africa, and Oman now eligible for enrolment

8m ago