চবিতে ভর্তি পরীক্ষা শুরু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় 'এ' ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়। আগামী ২৪ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে।
গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল ইসলাম ভূঁইয়া জানান, 'এ' ইউনিটে আসন আছে ১ হাজার ২১২টি। এতে পরীক্ষার্থী আছেন ৫৪ হাজার ১০৬ জন। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ৪৫ জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করবেন।
ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পাদন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আজ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হচ্ছে। দুপুর সোয়া ২টা থেকে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হবে।
ভর্তি পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার সুবিধার্থে শাটল ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
Comments