জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন অধ্যাপক আমির হোসেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন অধ্যাপক আমির হোসেন।
আজ শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব রহিমা কানিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনের নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা ভোট গণনা শিটে দেখা যায়, অধ্যাপক ড. আমির হেসেন ৪৮ ভোট পেয়েছেন। অধ্যাপক ড. নুরুল আলম পেয়েছেন ৪৬ ভোট। অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।
বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, এই ৩ জনের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি তথা আচার্য।
এছাড়া, অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২৩ ভোট, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি পেয়েছেন ২০ ভোট, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ পেয়েছেন ১৯ ভোট, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা পেয়েছেন ১৫ ভোট ও অধ্যাপক তপন কুমার সাহা পেয়েছেন ৭ ভোট।
আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে বিশেষ সিনেট সভায় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।
নির্বাচনের আগে প্রারম্ভিক কার্যক্রম, নাম প্রস্তাব, সমর্থন ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং শেষে ব্যালট প্রস্ততি ও প্রচারণার জন্য ১ ঘন্টা সময় দেওয়া হয়। বিকেল ৬টায় গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচনে ৮২ জন সিনেটরের মধ্যে ৭৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
Comments