তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল, ছাত্রলীগের বাধার অভিযোগ

মশাল মিছিলের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাইক থামিয়ে দাঁড়িয়ে আছেন। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদের ঢাবি নেতা-কর্মীরা। তবে, তাদের মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন বলে তাদের অভিযোগ।

বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি এলাকা হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে মিছিলটি। রাজু ভাস্কর্যের সামনে গেলে মিছিলটি ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর বাধার সম্মুখে পড়ে। ছাত্রলীগের একদল নেতা-কর্মী মোটরসাইকেল ছাত্র অধিকার পরিষদের মিছিলের সামনে দাঁড়িয়ে তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে, কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। পরে মিছিলটি রাজু ভাস্কর্য থেকে জগন্নাথ হলের দিকে স্লোগান দিতে দিতে চলে যায়।

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মশাল মিছিল। ছবি: সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের ঢাবি সাধারণ সম্পাদক আকরাম হোসেন অভিযোগ করেন, তাদের মশাল মিছিলে বাধা দিয়েছে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত।

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা টিএসসিতে চায়ের আড্ডায় ছিলাম। কাউকে বাধা দেওয়া হয়নি। তারা মিছিল নিয়ে চলে যায়, আমরা পাশে চায়ের আড্ডায় ছিলাম।'

মিছিল শেষে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আখতার হোসেন বলেন, 'ডিজেল, পেট্রল এবং অকটেনসহ জ্বালানি তেলের দাম কয়েক শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে যখন আমরা কর্মসূচী পালন করি, তখন মাঝখানে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে লুটের টাকার পেট্রল জ্বালিয়ে আমাদের মিছিলে আক্রমণের চেষ্টা করে। কিন্তু, তারা আমাদের প্রতিবাদের দমাতে পারেনি।'

তিনি আরও বলেন, 'সরকারের উন্নয়নের গল্প কোথায় গেলে? গত ২৭ জুলাই শেখ হাসিনা বলেছিলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি আছে। কিন্তু জ্বালানি কোথায় গেল? আজকের যে বিজ্ঞপ্তি, সেখানে বলা হয়েছে- বাংলাদেশ থেকে ভারতে জ্বালানি পাচার হতে পারে। সেজন্য নাকি দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। দেশের মানুষের অধিকারকে পদে পদে ক্ষুণ্ন করতে করতে এ পর্যায়ে নিয়ে এসেছেন। আমরা বিশ্বাস করি দেশের মানুষ রাজপথে নেমে গণজোয়ার সৃষ্টি করবে।'

এর আগে, শুক্রবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। যা রাত ১২টার পর কার্যকর হয়। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেন ৪৬ টাকা আর পেট্রল ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

এ খবর পাওয়ার পর রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে ক্রেতাদের ভিড় দেখা গেছে।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

6h ago