ভোলায় আহত ছাত্রদল নেতার মৃত্যুতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলমের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ছবি: সংগৃহীত

পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি মো. নুরে আলমের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বিকেল ৫টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা-কর্মীরা। মিছিলটি সায়েন্স লাইব্রেরির সামনে থেকে শুরু করে দোয়েল চত্ত্বর হয়ে হাইকোর্টের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, 'নূরে আলমসহ দেশে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার প্রত্যেকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা পুলিশকে বলছি, পুলিশ তুমি গদি ছাড়ো, মুজিব কোট গায়ে পরো।'

এদিকে ভোলায় ছাত্রদল নেতা নুরে আলমের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ।

আজ বুধবার এক বিবৃতিতে ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, 'এই সরকারের সীমাহীন দুর্নীতি ও অপরিকল্পিত উন্নয়ন নীতির ফলাফল এই জ্বালানী সংকট ও লোডশেডিং। সরকার দীর্ঘ ১৩ বছর ধরে বিরোধী দলগুলোর যেকোনো জনবান্ধন ও যৌক্তিক মিছিল-সমাবেশে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দ্বারা হামলা করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩১ জুলাই ভোলায় জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মসূচিতে পুলিশ গুলি করে ঘটনাস্থলে আব্দুর রহিমকে হত্যা করে। গুলিতে গুরুতর আহত নূরে আলম হাসপাতালে আজকে মৃত্যুবরণ করেন। এটি একটি পরিষ্কার হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং দায়িত্বে অবহেলার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।'

Comments

The Daily Star  | English

Palak admits shutting down internet deliberately on Hasina's order

His testimony was recorded by the International Crime Tribunal's investigation agency following a questioning session held yesterday

17m ago