বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৩৭ পদে চাকরির সুযোগ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ৩৭ পদে চাকরির সুযোগ
ছবি: স্টার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে (বিআরআইসিএম) রাজস্ব খাতভুক্ত ৩৭টি পদে (অস্থায়ী) জনবল নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে আগামী ৯ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। 

পদের নাম: উপপরিচালক
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান)-সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং সরকারি, আধা-সরকারি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নবম গ্রেডের পদে অন্যূন ৭ (সাত) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। (গ্রেড-৬)

বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৪০ বছর।

পদের নাম: প্রোগ্রামার
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি, স্বায়ত্তশাসিত বা আধাস্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন ৪ বছরের চাকরি এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। (গ্রেড-৬)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫।

পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা

পদ সংখ্যা: কেমিস্ট্র-২টি; পদার্থ-১টি; অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-৪টি ; মাইক্রোবায়োলজি-১টি; বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং-২টি; বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি- ৩টি। মোট ১৩টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান অনুষদের কোনো বিষয়ে স্নাতক (সম্মান)-সহ প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি। তবে শর্ত হচ্ছে, শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর।

পদের নাম: সহকারী পরিচালক
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান)-সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৪০

পদের নাম: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (আইটি)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স,  কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্যূন্য ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। 

কম্পিউটার টাইপিংয়ে নিম্নরূপ গতি: বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ।
  
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০  টাকা (গ্রেড-১৪)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং গবেষণাগারে সংশ্লিষ্ট কাজে অন্যূন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৮৯০ টাকা (গ্রেড-১৫)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ টি শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ মাস মেয়াদী কম্পিউটার কোর্সে প্রশিক্ষণ সনদপ্রাপ্ত। কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে- বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ।

বেতন স্কেল:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: অফিস সহকারী-কাম- কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অনূন্য ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার চালনায় প্রাতিষ্ঠানিক সনদ এবং কম্পিউটার টাইপিংযয়ের ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ২৬ জুন ২০২৩ তারিখে বয়স সর্বোচ্চ ৩০।

আবেদন যেভাবে: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে www.bricm.gov.bd ওয়েবসাইটের smartbricm লিংকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৬ জুন ২০২৩, সকাল ১০:০০টা।

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯ আগস্ট ২০২৩ বিকেল ৫টা।
  
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ উল্লিখিত ক্রমিক নম্বর ১-৭ পদের জন্য ৪৪৫, ক্রমিক নম্বর ৮ পদের জন্য ২২৪ টাকা, ক্রমিক নম্বর ৯-১৩ পদের জন্য ১১২ টাকা এবং ক্রমিক নম্বর ১৪ পদের জন্য ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত বা ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সঙ্গে যেমন- বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ঠিকানা ইত্যাদি যেকোনো বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

গ্রন্থনা: আহমেদ হিমেল



Comments

The Daily Star  | English

Specific laws needed to combat cyber harassment

There is an absence of a clear legal framework and proper definitions when it comes to cyber violence against women, speakers said at an event yesterday.They urged for specific legislation to combat such crimes..The roundtable, titled “Scanning the Horizon: Addressing Cyber Violence agains

3h ago