টিআইবিতে চাকরির সুযোগ, বেতন শুরু ৯৭ হাজার থেকে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

সবগুলো পদের জন্যই আবেদনের শেষ সময় আগামী ৫ আগস্ট ২০২৩।

পদের নাম: কোঅর্ডিনেটর- আইটি
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা এ ধরনের বিষয়ে মাস্টার্স থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে।

সিসিএনএ, এমসিএসই, আরএইচসিএসএ, আইটিআইএল, পিআরআইএনসিই২, পিএমপি, সিআইএসএ, সিওবিআইটি৫ সার্টিফিকেশন তাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

উইন্ডোজ ও লিনাক্সের সিস্টেম অ্যাডমিন্টিস্ট্রেশন সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিস ৩৬৫ সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে।

বেতন: ১,৬৩,২৪৪ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/151

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর- ফটোগ্রাফি/ভিডিওগ্রাফি

সংখ্যা: ১টি
যোগ্যতা: ফটোগ্রাফি, ফিল্ম, সিনেমাটোগ্রাফি অথবা এ ধরনের বিষয়ে মাস্টার্স থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। টিভি বা নিউজ প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রোডাকশনে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির নূন্যতম ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্যামেরা, লাইটিং চাহিদা, ডিজাইন, ফটো ফ্রেমিং, ভিডিও ফরম্যাট সম্পর্কে ধারণা ধাকতে হবে। 
বেতন: ৯৭,৩৭৪ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/152

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, ভিজ্যুয়াল কমিউনিকেশন প্রোডাকশন

পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: ফিল্ম, সিনেমাটোগ্রাফি, কমিউনিকেশন, মিডিয়ার রিলেশনস অথবা এ ধরনের বিষয়ে মাস্টার্স থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রফেশনাল গ্রেড ভিডিও এডিটিং, কালার কারেকশন, অডিও-ভিডিও প্রোডাকশনে নূন্যতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিভি, নিউজ প্রতিষ্ঠান, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রোডাকশন হাউজ, এজেন্সিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো এক্স এ দক্ষতা থাকতে হবে। 

বেতন: ৯৭,৩৭৪ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/153

পদের নাম: অ্যাস্টিস্ট্যান্ট কোঅর্ডিনেটর- মোশন গ্রাফিক্স
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: মোশন গ্রাফিক্স, চারুকলায় মাস্টার্স থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। টিভি, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রোডাকশন হাউজ, এজেন্সিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ফাইনাল কাট প্রো এক্স এ দক্ষতা থাকতে হবে। কাইনেটিক টাইপোগ্রাফি, ডিজিটাল ইলাস্ট্রেশন সম্পর্কে অভিজ্ঞতা থাকা লাগবে। ফায়ারফ্লাই, মিডজার্নির মতো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা থাকা লাগবে।
 
বেতন: ৯৭,৩৭৪ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/154

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর- ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন (গ্রেড: ২, লেভেল: ২, স্যালারি স্টেপ: ৭)

পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, ইংরেজী, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, সোশ্যাল সায়েন্স অথবা এ ধরনের বিষয়ে মাস্টার্স থাকা লাগেবে। কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ-এর নিচে থাকা যাবে না। উন্নয়ন প্রতিষ্ঠান, এনজিও, অলাভজনক প্রতিষ্ঠান, মিডিয়াতে নূন্যতম ৬ বছরের কাজের অভিজ্ঞতা। লিখিত যোগাযোগ ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে।  এ ছাড়া গবেষণা, বিশ্লেষণ এবং সারসংক্ষেপ তৈরির দক্ষতা থাকতে হবে। 

বেতন: ৯৭,৩৭৪ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/155

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর- ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন (গ্রেড: ২, লেভেল: ১, স্যালারি স্টেপ: ১)

পদসংখ্যা: ১টি
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, ইংরেজি, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস, সোশ্যাল সায়েন্স অথবা এ ধরনের বিষয়ে মাস্টার্স থাকা লাগবে। কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ-এর নিচে থাকা যাবে না। উন্নয়ন প্রতিষ্ঠান বা এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠান অথবা মিডিয়াতে নূন্যতম ৪ বছরের কাজের অভিজ্ঞতা। লিখিত যোগাযোগ ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে। সময় ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে। মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে।  এ ছাড়া গবেষণা, বিশ্লেষণ এবং সারসংক্ষেপ তৈরির দক্ষতা থাকতে হবে। 

বেতন: ৮০,৫৭৬ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/156

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এমআইএস
পদ সংখ্যা: ১টি

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা এ ধরনের বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি লাগবে। কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ-এর নিচে থাকা যাবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূতম ২৫০ জন কর্মী আছে এবং অন্তত ডজনের বেশি ফিল্ড ও শাখা অফিস আছে, এমন প্রতিষ্ঠানে ৫ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। 
বেতন: ৯৭,৩৭৪ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/157

পদের নাম: ডেটা ম্যানেজার আইটি
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে মাস্টার্স। সোশ্যাল সায়েন্স অথবা পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স ডিগ্রিধারীদের যদি পর্যাপ্ত প্রশিক্ষণ (ডিপ্লোমা ইন ডাটা ম্যানেজমেন্ট/কম্পিউটার সায়েন্স, ইত্যাদি) থাকে, তাহলে তারাও আবেদন করতে পারবে। উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট ক্ষেত্রে নূন্যতম ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের সিজিপিএ-এর নিচে থাকা যাবে না। 

বেতন: ১,২৬,৯৩৬ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/158

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট-আইটি
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি তাকলে অগ্রাধিকার পাবেন। কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ-এর নিচে থাকা যাবে না। 
বেতন: ২৬,১৩৯ টাকা

বিস্তারিত দেখুন এই লিংকে: https://career.ti-bangladesh.org/job/159

আবেদন যেভাবে: প্রতিটি পদের বিস্তারিত দেখার জন্য যে লিংক দেওয়া হয়েছে, সেটিকে ক্লিক করে বিস্তারিত জেনে 'অ্যাপ্লাই নাউ' বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট ২০২৩। 

সবগুলো পদের পোস্টিংই হবে টিআইবির বাংলাদেশ সদর দপ্তরে। 

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

Killings in Chandpur: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

1h ago