কোস্ট গার্ডে ২৬ পদে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৫ আগস্ট

কোস্ট গার্ডে ২৬ পদে চাকরির সুযোগ, আবেদনের শেষ সময় ৫ আগস্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডে ২৬ জন বেসামরিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হবে ৫ আগস্ট বিকেল ৫টার মধ্যে। 

পদের নাম: ড্রাফটসম্যান (গ্রেড-২)
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে ৪ বছর মেয়াদী অন্যূন দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।
 

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৫০ ও ইংরেজিতে সর্বনিম্ন ৮০ শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

পদের নাম: ইউডিএ/ কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে অনূন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতিমিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।  

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ধর্মীয় শিক্ষক
পদ সংখ্যা: ৫টি
যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অনূন্য ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। হাফেজ বা ক্বারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
   
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৪টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং প্রতি মিনিটে সাঁটলিপিতে বাংলায় সর্বনিম্ন ৪৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৭০ শব্দের এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২৫ ও ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দের গতি সম্পন্ন।  

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: অটোমেকানিক
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর মেয়াদী অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

পদের নাম: ড্রাইভার
পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ সংখ্যা: ২টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটারে মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দের গতি সম্পন্ন ৷
  
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: স্টোর কিপার
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং প্রয়োজনীয় কম্পিউটার জ্ঞান সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।   

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

জেলা কোটা: উপরের ৯টি পদে মানিকগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, রাজবাড়ি, মেহেরপুর, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম, যশোর, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কস্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 

তবে এতিম বা শারিরীক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন। 

পদের নাম: ফটোকপি অপারেটর
পদ সংখ্যা: ১টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফটোকপি মেশিন চালোনায় বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।  

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ৩টি
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল: ৮,২৫০-২০,১০ টাকা (গ্রেড-২০)

জেলা কোটা: এই দুটি পদের জন্য নরসিংদী, ফরিদপুর, মাদারিপুর, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, নেত্রকোনা,রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না। 

তবে এতিম বা শারিরীক প্রতিবন্ধী কোটার প্রার্থীরা সব জেলা থেকে আবেদন করতে পারবেন। 

বয়সসীমা: প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৩ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচচ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৭ -০৭- ২০২৩, সকাল ১০:০০ টা।
 অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৫-০৮-২০২৩, বিকেল ০৫টা।  

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা http://bcg.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।  

আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

আবেদন ফি: যেকোনো টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের (গ্রেড: ১৩-১৬) জন্য জনপ্রতি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ অফেরতযোগ্য মোট ২২৩/- এবং প্রতিটি পদের (গ্রেড: ১৭-২০) জন্য জনপ্রতি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সব অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১-এ কল করুন। এ ছাড়া alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk- এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।  

 

গ্রন্থনা: আহমেদ হিমেল
 

Comments

The Daily Star  | English

Teknaf customs in limbo as 19 mt of rice, authorised by AA, reaches port

The consignment of rice weighing 19 metric tonnes arrived at Teknaf land port on Tuesday evening with the documents sealed and signed by the Arakan Army

6h ago