৪১তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যে সিদ্ধান্ত পিএসসির
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলার হয়েছিল ৩ বছর ৮ মাস আগে। প্রিলির ফল প্রকাশ হয় সার্কুলারের প্রায় ২ বছর পর। এখন পর্যন্ত এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়নি।
তবে, ৪০তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের সুপারিশের আগেই ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আজ রোববার এক বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকে আগের বিসিএসের সব নিয়োগ পুরোপুরি শেষ না হলেও পরের বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল এবং ৪০তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পিএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'পিএসসির সর্বোচ্চ অগ্রাধিকার এখন ৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা। আমরা এটি নিয়ে কাজ করছি।'
৪১তম বিসিএসের সার্কুলার হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রিলিতে অংশ নেয় রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার আবেদনকারী।
এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে পদ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০৫।
২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। মোট ২১ হাজার ৫৬ জন এতে উত্তীর্ণ হয়।
পরের বছর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং এতে উত্তীর্ণ হয় মোট ১৩ হাজার। ভাইভা হয় চলতি বছরের ৫ মার্চ থেকে ১৩ জুন।
Comments