বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

বিসিএসসহ যেকোনো সরকারি চাকরি পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।

আজ বুধবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির আবেদনের জন্য ভিন্ন ভিন্ন পরিমাণ ফি দিতে হয়। বিসিএস পরীক্ষার জন্য প্রার্থীদের ৭০০ টাকা ফি দিতে হয়।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আবেদনের ফি কমানোর দাবি জানিয়ে আসছিলেন।

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

8h ago