শিক্ষকদের সঙ্গে ওবায়দুল কাদেরের আজকের বৈঠক বাতিল

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি। স্টার ফাইল ফটো

সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের আজকের বৈঠক হচ্ছে না।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূইয়া দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার সকালে বলেন, 'মিটিং ক্যান্সেল করা হয়েছে। পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় একটি সভা আছে। সে কারণে মিটিং বাতিল হয়েছে।'

গতকাল তিনি জানিয়েছিলেন শিক্ষকদের দাবি নিয়ে আলোচনার জন্য মন্ত্রী আজ সময় দিয়েছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসব তবে আমাদের আন্দোলন চলবে।

এদিকে আজ সকাল সোয়া ১০টার দিকে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক কোথায় ও কখন হবে জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন ডেইলি স্টারকে বলেন, 'মিটিংয়ের সময় এবং কোথায় হবে বা মিটিং এখন পর্যন্ত হবে কি না এটা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। আমরা মিটিং করার জন্য অপেক্ষায় আছি, রেডি হয়ে আছি।'

বৈঠক কি বাতিল হয়েছে কিনা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা ডেইলি স্টারকে বলেন, 'বৈঠক ক্যান্সেলের বিষয়ে আমি ঠিক জানি না। আমি জানি যে আমাদের কাছে এখনো কোনো পার্টিকুলার টাইম শিডিউল আসেনি। আমাদের যাওয়াটা কনফার্মড হয়নি। ওভাবে বলতে পারি।'

প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের প্রতিবাদে গত ২৬ মে থেকে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে।

 

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

40m ago