আগামী অর্থবছরে মিষ্টির ওপর ভ্যাট অর্ধেকে নামতে পারে
মিষ্টির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অর্ধেক হয়ে যেতে পারে আগামী অর্থবছরে, অর্থাৎ কমতে পারে মিষ্টির দাম।
আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।
বর্তমানে মিষ্টির ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নেওয়া হয়।
ভ্যাট কমানোর পর রেস্তোরাঁ থেকে রাজস্ব সংগ্রহ বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিষ্টির ওপর বিদ্যমান পরোক্ষ কর কমানোর কথা বিবেচনা করছে বলে কর্মকর্তারা জানান।
এনবিআর ২০২২-২৩ অর্থবছরে প্রায় সব ধরনের রেস্তোরাঁয় খাবারের বিলের ওপর ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করে।
আগে এসিসহ রেস্তোরাঁর জন্য এই ভ্যাটের পরিমাণ ছিল ১০ শতাংশ এবং নন-এসির জন্য ৫ শতাংশ।
অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'ভ্যাট কমানোর পর রেস্তোরাঁ থেকে বেশি রাজস্ব সংগ্রহ হচ্ছে। তাই, আমরা মিষ্টির ওপর ভ্যাট কমানোর কথা ভাবছি।'
এনবিআরের ২০১৯-২০ সালের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, ওই বছর মিষ্টির দোকান থেকে ৪০ কোটি টাকা ভ্যাট সংগ্রহ হয়, যা আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম।
Comments